গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
ক্রীড়া প্রতিযোগিতায় ৮৫টি ইভেন্টে অংশগ্রহণকারী ৪৮৫ শিক্ষার্থীকে পুরস্কৃতকরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আমির হোসেন আমু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, বিশে^র বুকে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বাংলাদেশের মেয়েরা সার্ক পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য গৌরবের। আশাকরি এই ধারা অব্যহত রাখতে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধূলায়ও মনোনিবেশ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৮