আখাউড়ায় সরস্বতী পূজায় ব্যতিক্রম আয়োজন বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ নানা সাজে সাজবে ৩২ শিশু
Reporter Name
Update Time :
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
৮৮
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মন্ডপের সামনে মাটির প্রতিমার সঙ্গে শোভা পাবে ‘জ্যান্ত প্রতিমাও’। শিশুকে সাজানো হবে দেবি সরস্বতী। সামনেই লোকনাথ ব্রহ্মচারি, রাধাকৃষ্ণ। বাদ পড়বে না জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুটিয়ে তোলা হবে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, অপরাজেয় বাংলা। এ আয়োজন সরস্বতী পূজাকে ঘিরে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অরুণ সংঘ এ আয়োজন করেছে। বুধবার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এ আয়োজনে মোট ৩২ জন শিশু অংশ নিবে। গত দুই সপ্তাহ ধরে তারা এ বিষয়ে প্রশিক্ষণও নিচ্ছে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে শিশুদের এ প্রদর্শনী।
আয়োজকরা জানান, তাদের এবারের থিম হলো ‘লাল সবুজের বাংলাদেশ, শিশুরাই গড়বে আগামীর দেশ’। থিমের সঙ্গে মিল রেখে ইতিমধ্যেই তাদের লাল সবুজের আকৃতিতে তাদের প্যান্ডেল নির্মাণ করা শেষ করা হয়েছে। স্থায়ী শহীদ মিনারের পাশাপাশি অস্থায়ীভাবে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সংগঠনের পক্ষে রাজু সাহা, নান্টু বনিক জানান, প্রতিবারের মতো এবারও তারা ব্যতিক্রম চিন্তা নিয়ে হাজির হয়েছেন। মূলত শিশুদেরকে দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। পূজার পরদিন বৃহস্পতিবার এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন কুদ্দুস বয়াতি। আখাউড়ায় সরস্বতী পূজায়