ডেস্ক নিউজ : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক শহিদুল আমিন (তানিব) কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দার। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত নারীর বয়স আনুমানিক ২০-২২ বছর হবে বলে ধারণা পুলিশের। এর আগে, গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাকের হোসাইন জাহেদ নামের এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় গুরতর আহত হয় ফরহাদ ইমু নামের এক যুবক।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৮