বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কেউ গীত গেয়ে ঢেঁকিতে ধান ভানছে। আবার কেউ ছেহাইটে চাল ফেলে গুড়া করছে। ক্ষণিক সময়ের জন্য হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামবাংলার এমন হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্য তুলে ধরে।ডিসপ্লের পাশাপাশি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজও প্রদর্শন করে। উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার।
এর আগে তিনি উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ ও শিক্ষক স্বপ্না সিফাত। এসময় অন্যানদেও মধ্যে উপস্থিত ছিলেন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেবব্রত বনিক পরিমল, আমোদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ তারেক, বাংলাদেশ রেলওয়ে উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদণজ্জামান খান, তুলাই শিমূল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, নাছরীন নবী উচ্ছ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গত ১৫ জানুযারি চারদিনব্যাপি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, দৌড় ও বলিবলসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৩