স্পোর্টস ডেস্ক : শচিন টেন্ডুলকারের নামাঙ্কিত ভারতীয় দলের জার্সি পরা একজন কংক্রিটের নেটে ব্যাটিং অনুশীলন করছেন। তার দুই হাতের কোনোটিই নেই! কাঁধ ও ঘাড় দিয়ে ব্যাটের হাতল চাপ দিয়ে ধরে স্ট্যান্স নেন আমির। জেনুইন ব্যাটসম্যানের মতোই সামনে পা নিয়ে ব্যাট করেন। যেনো পরিপূর্ণ একজন ব্যাটসম্যান। বিশেষ করে তার সামনের পায়ের ডিফেন্স। ব্যাটের হাতলটা কাঁধ ও ঘাড়ের চাপে ধরা থাকে বলে স্বাভাবিক ব্যাটসম্যানদের মতো সব শট খেলতে পারেন না অবশ্য। ভাগ্যই তাকে সে সুযোগ দেয়নি।
তবে এই দুর্ভাগ্যের জন্য আমির জীবনের ব্যাপ্তি ছেঁটে ফেলেননি। বাবার কারখানায় ৮ বছর বয়সে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন। কিন্তু ইচ্ছে থাকলে কী না হয়! ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই নিজের শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও খেলার উপায় বের করে নিয়েছেন আমির। ২০১৩ সালে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করা আমির এখন জম্মু ও কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক।
ভারতের সংবাদ সংস্তা এএনআইট জানিয়েছে, আমিরের ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং এই খেলায় তার প্রতিভা প্রথম আবিষ্কার করেন এক শিক্ষক। এরপর সেই শিক্ষক তাকে প্যারা ক্রিকেটের (শারীরিক প্রতিবন্ধী) সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিজের জীবন নিয়ে আমির বলেছেন, ‘দুর্ঘটনার পর আমি আশা হারাইনি। কঠোর পরিশ্রম করেছি। আমি নিজেই সব করতে পারি। কারও ওপর নির্ভরশীল নই। দুর্ঘটনার পর কেউ আমাকে সাহায্য করেনি, এমনকি সরকারের কাছ থেকেও সাহায্য পাইনি। তবে পরিবার সব সময়ই আমার সঙ্গে ছিল।’
আমিরকে কাঁধ ও ঘাড়ের সাহায্যে তাকে ব্যাটিং করতে দেখে অবাক হন অনেকে। তাদের একজন ভারতের ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকার। ‘অসম্ভবকে সম্ভব করেছে আমির। এটা (ভিডিও) দেখে আমি খুব আবেগতাড়িত হয়ে পড়েছি। এটা খেলার প্রতি তার ভালোবাসা এবং সে জন্য তার আত্মত্যাগেরই প্রকাশ। আশা করি, একদিন তার সঙ্গে দেখা করে তার নাম লেখা একটি জার্সি নেওয়ার সুযোগ হবে। খেলাটিকে ভালোবাসা লাখ লাখ মানুষকে প্রেরণা দেওয়ার এই কাজটা দারুণ।’ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’- এ এক পোস্টে তার এই ভালোলাগার কথা জানিয়েছেন শচীন টেন্ডুলকার।
আমির জানিয়েছেন, তিনি যেখানেই খেলতে যান, সবার প্রশংসা পান, ‘আমি সব জায়গাতেই আমার খেলার প্রশংসা শুনেছি। এটা সৃষ্টিকর্তার অবদান। তিনি আমাকে কঠোর পরিশ্রমের ফল দিয়েছেন। পা দিয়ে বল করা খুবই কঠিন, কিন্তু আমি সে দক্ষতা অর্জন করেছি। আমি নিজেই সব কাজ করি এবং সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারও ওপর নির্ভরশীল নই।’
আমির এই জীবন সংগ্রাম নিয়ে সিনেমা বানাচ্ছে প্রযোজনা সংস্থা পিকল এন্টারটেইনমেন্ট। আমির জানান, ‘একটি অনুষ্ঠানে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে দেখা। তারা আমার অভিযাত্রা শুনে অবাক হয়েছেন। তারা বলেছেন, আমার জন্য সিনেমা বানাবেন।’ আমিরের স্বপ্ন একদিন তার প্রিয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও বিরাট কোহলির সঙ্গে দেখা হবে তার।
কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৪