ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে ৪৮ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান। তিনি ভোট পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুহা গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।
এ ছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকের আব্দুল্লাহ আল মামুন ৯০৭ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকের মোহা. আব্দুর রশিদ ২ হাজার ১০৬ ভোট, বিএনএফ (টেলিভিশন) প্রতীকের মো. আজিজুর রহমান ২৭২ ভোট পেয়েছেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১৮২ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৫৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১ জন।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৫