আন্তর্জাতিক ডেসক : সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভিনেশ ফোগাত নামের ওই কুস্তিগীর শনিবার দিল্লির একটি ফুটপাতে তার পদক দুটি ফেলে আসেন। ফোগাতসহ বেশ কয়েকজন নারী কুস্তিগীর অভিযোগ করেছেন, কয়েক বছর ধরে নারী খেলোয়াড়দের যৌন হয়রানি করে আসছেন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিং। এর প্রতিবাদে ফোগাত নিজের সম্মানজনক পদক দুটি রাস্তায় ফেলে আসেন।
ফোগাত বলেন,নারী খেলোয়াড়দের যখন ন্যায় বিচারের জন্য লড়াই করতে হয় তখন এই ধরনের পদকের কোনো মূল্য থাকে না। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, ২০২০ সালে পাওয়া খেল রত্ন অ্যাওয়ার্ড ও অর্জনা অ্যাওয়ার্ড তিনি ফিরিয়ে দেবেন। দুটো পুরস্কারই ভারত সরকারের কাছ থেকে পাওয়া। ফোগাত পুরস্কার দুটো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।
ফোগাত আরও বলেন, ২০২১ সালে নরেন্দ্র মোদিকে বিষয়টি তিনি অবহিত করেন। এছাড়াও চলতি বছরের মে মাসে ভূষণের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশি হামলার শিকার হন বলেও জানান তিনি। এদিকে নারী খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজ ভূষণ সিং।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১