স্পোর্টস ডেস্ক : মেসিকে হারিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর বর্ষসেরা ফুটবলার হয়েছেন হলান্ড। সেরা প্লেমেকারের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির আরেক তারকা কেভিন ডি ব্রুইনা। তারও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি।
১৮১ পয়েন্ট পেয়ে ডি ব্রুইনা সেরা প্লে মেকার হয়েছেন। মেসি পেয়েছেন ১০০ পয়েন্ট। আইএফএফএইচএস এর পুরস্কারে গত বছর তিন ক্যাটেগরিতে সেরা হয়েছিলেন মেসি। তবে এবার একটিও পাননি তিনি।
মেসি পুরস্কার বঞ্চিত হলেও তার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বর্ষসেরা জাতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। ১৮৫ পয়েন্ট পেয়ে দিদিয়ের দেশমকে পেছনে ফেলেছেন তিনি। বর্ষসেরা ক্লাব কোচ হয়েছেন পেপ গার্দিওলা। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো এই কোচ বিশাল ব্যবধানে জিতেছেন এই পুরস্কার।
সবচেয়ে বেশি গোলের পুরস্কার গিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে। ৩৮ বছরের এই বুড়ো চলতি বছর গোল করেছেন ৫৪টি। পেছনে ফেলেছেন হ্যারি কেইন আর কিলিয়ান এমবাপ্পের ৫২ গোলের টালিকে।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০০