ডেস্ক নিউজ : দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি দুর্গম সার্ফিং স্পটে ১৫ বছর বয়সী এক বালক হাঙরের আক্রমণে নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইয়র্ক উপদ্বীপের এথেল সৈকতের কাছে সামুদ্রিক শিকারীটি আঘাত হানে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ।
তারা বলেন, ‘দুঃখের বিষয় হলো, পানি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা করোনার জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করছে, তবে দক্ষিণ অ্যাডিলেড শহরতলির ছেলেটির উপর হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অ্যাডিলেডের দ্য অ্যাডভার্টাইজার পত্রিকা অজ্ঞাত পরিচয় এক এথেল বিচকে উদ্ধৃত করে জানিয়েছে, ছেলেটির পায়ে কামড় দেওয়ার পর আরেক জন সার্ফার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন।
হাঙ্গরটি তাদের চারপাশে ঘোরাফেরা করছিল যখন লোকটি ছেলেটিকে জল থেকে টেনে বের করেছিল। প্রচুর রক্ত ছিল,” বলেন ওই বাসিন্দা।
জড়িত হাঙ্গরসম্পর্কে কোনও বিশদ বিবরণ ছিল না, তবে দুর্দান্ত সাদা হাঙ্গরগুলি দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখায় ঘুরে বেড়ায় বলে জানা যায়।
কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৪