আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতীয় নৌ বাহিনীর সাবেক আট কর্মকর্তার ফাঁসি রদ হয়েছে। কাতারের আপিল আদালত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ রায় দেয় বলে জানিয়েছে সান দিয়াগো ইউনিয়ন টাইমস ও এনডিটিভি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কাতার সরকারের মিডিয়া অফিস রায়ের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
অরিন্দম বাগচী বিবৃতিতে বলেন, বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা আইনি দল এবং অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি।
তিনি জানান, এদিন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তারা পরিবারের সদস্যদের সঙ্গে কাতারের আপিল আদালতে উপস্থিত ছিলেন। দিল্লি কনস্যুলার আইনি সহায়তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে কাতার প্রশাসনের একটি সূত্র জানায়, দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ওই আট ভারতীয় কর্মকর্তা। তাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর বিষয়ে কাজ করতেন। পরে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে।
২০২২ সালের আগস্ট মাসে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হয় আট কর্মকর্তার বিচারপ্রক্রিয়া। ২৫ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে দুবাইয়ে কপ-২৮ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাক্ষাৎ হয়। তারা কি নিয়ে আলোচনা করেছিলেন তা জানা না গেলেও এর কয়েক সপ্তাহ পরেই ভারতের আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা থেকে সরে এলো কাতারের আদালত।
কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:১৬