স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আইএফএফএইচএস বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করে। মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে এই পুরস্কার জয় করে নেন ম্যানচেস্টার সিটিকে গত মৌসুমে ট্রেবল জেতানো স্ট্রাইকার হলান্ড।
১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। এবারই প্রথম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হলান্ড। চূড়ান্ত ভোটের পর হলান্ডের ধারেকাছেও ছিলেন না এমবাপ্পে ও মেসি। হলান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিস্টিয়ানো রোনালদো আইএফএফএইচএস-এর বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০০