আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইয়াঙ্গুনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের সঙ্গে লড়াই করে আসছে।
চলতি বছরের অক্টোবর মাসে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি, মান্দারিন-ভাষী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ‘অপারেশন ১০২৭’ নামক একটি অভিযান শুরু করেছে।
যার ফলে তখন থেকেই উত্তপ্ত মিয়ানমারের উত্তর শান রাজ্য। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ‘উইচ্যাট’-এ চীনা দূতাবাস লিখেছে, ‘উত্তর মিয়ানমারের কোকাংয়ের লাউকাই জেলায় সংঘাত অব্যাহত রয়েছে এবং সেখানে আটকেপড়া মানুষের জন্য নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।’চীনা দূতাবাস আরও লিখেছে, ‘আমরা আরও একবার লাউকাই জেলা থেকে চীনা নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:০০