স্পোর্টস ডেস্ক : নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া মাশরাফী এখন প্রচারণায় ব্যস্ত। তার প্রচারণা চলাকালেই কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে। বুধবার (২৭ ডিসেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৫ উইকেট হারানোর বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জিতেছে, খেলা দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন বাংলাদেশ দলকে। এটা ভালো লাগার সংবাদ।’
শান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে মাশরাফী বলেন, ‘অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, ও অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। এগুলোর অভিজ্ঞতা ওর আছে। তাই আমার মনে হয় ও দারুণ কিছু করবে।’ এদিন প্রচারণা করতে গিয়ে হাঁটুতে ব্যথাও পেয়েছেন মাশরাফী। এরপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোটারদের কাছে ছুটেছেন সাবেক টাইগার অধিনায়ক। সবার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চাইছেন নৌকার জয়।
হাঁটুর সমস্যার কারণে দেরিতে নির্বাচনী প্রচারণা শুরু করেন ম্যাশ। রোববার (২৪ ডিসেম্বর) প্রচারণা শুরুর পর থেকেই মাশরাফী দিন রাত এক করে নড়াইল চষে বেড়াচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লোহাগড়ার লাহরিয়ায় প্রচারণায় সময় আবারও ঐ হাঁটুর ব্যথাটা ভোগাতে শুরু করে।
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০০