সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের নগদ প্রণোদনা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে নগদ প্রণোদনার অর্থ প্রদান কাযক্রম শুরু হয়েছে। ‘রেইজ প্রকল্পের’ আওতায় মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের “অমর একুশে” সম্মেলন কক্ষে রেফারেল ও আরপিএল প্রদান বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠানে অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পটুয়াখালীর মোসাম্মাৎ পিয়ারা বেগম এবং পাবনার সোহেল রানার ব্যাংক একাউন্টে নগদ প্রণোদনার ১৩ হাজার ৫০০ টাকা হস্তান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্ধোধন করেন। একই সঙ্গে ৫১৪ জন বিদেশ ফেরত অভিবাসী কর্মীর ব্যাংক একাউন্টে নগদ প্রণোদনা হিসেবে একই পরিমাণ অর্থ দিতে পত্র পাঠানো হয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়েসেল, যুব উন্নয়ন অধিদদপ্তর, বিসিক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, বিএমইটি, পিকেএসএফ, আইন সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্ট, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জনতা ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতা করতে হবে। এ লক্ষ্যে প্রকল্পের উপকারভোগীদের কিভাবে সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এবং মাঠ পযায়ে কর্মরত কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এ প্রকল্প শেষ হলে মাঠ পযায়ে স্থাপিত ওয়েলফেয়ার সেন্টারসমূহকে সচল রাখতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসাবে বোর্ড বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যাতে করে আমাদের অভিবাসী ভাই-বোনেরা সম্মানের সাথে মাথা উঁচু করে চলতে পারে। প্রসঙ্গত, রেইজ প্রকল্পের আওতায় বিদেশ ফেরত ২ লাখ অভিবাসী কর্মীকে সাড়ে ১৩ হাজার করে মোট ২৭০ কোটি টাকা দেয়া হবে। ২০১৫ সাল হতে দেশে ফেরত আসা কর্মীরা প্রকল্প সুবিধার অন্তর্ভুক্ত ‍

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit