স্পোর্টস ডেস্ক : শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেটে মাঠে নামে মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডার। ম্যাচটিতে টাইমড আউট হওয়ার হাত থেকে বাঁচতে অদ্ভুত কাণ্ড করে বসেন হারিস রউফ। তিনি প্যাড ছাড়াই ব্যাটিংয়ের জন্য মাঠে নামেন। এমনকি হাতের গ্লাভস ও মাথায় হেলমেটও পরার সময় পাননি।
এ দিকে ম্যাচটিতে এভাবে হন্তদন্ত হয়ে মাঠে নামলেও কোনো বল খেলার সুযোগ পাননি হারিস। মূলত নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন তিনি। আর এই ম্যাচে তার দল হেরেছে ৫ উইকেটে। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর দিল্লিতে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ।
তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় আসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এর আগে দেখা যায়নি। বাংলাদেশের হাত ধরে এই আউট সবার সামনে আসার পরে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা। তবে বাংলাদেশের দেখানো রাস্তায় এরপরে আরও বেশ কয়েকবার এই আউটের ঘটনা ঘটেছে।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪