ডেস্ক নিউজ : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এখন রাজনীতির মাঠের খেলোয়াড়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ভোট করছেন মাগুরা থেকে। বর্তমানে নির্বাচনি প্রচারে ব্যস্ত সাকিব।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে অনেক প্রশ্নের খোলাখুলি কথা বলেন এই তারকা।
একপর্যায়ে এই ক্রীড়া তারকার কাছে জানতে চাওয়া-ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়ার কথা বললে ইমরান খানের উদাহরণ চলে আসবেই। রাজনীতিরও সর্বোচ্চপর্যায়ে গেছেন তিনি— প্রধানমন্ত্রী হয়েছেন। ওই ভাবনাও কি আপনার মধ্যে কাজ করেছে?
জবাবে সাকিব আল হাসান বলেন, দেখুন, আমি যখন ক্রিকেট খেলতে শুরু করেছি, কখনো চিন্তা করিনি যে কোনো একটা পর্যায়ে এক নম্বর হব। কখনই নয়। আমি স্রেফ খেলাটাকে ভালোবাসতাম, উপভোগ করতাম এবং এ কারণেই খেলেছি।
এখন রাজনীতিতে আমার মনে হয়েছে যে, আমার সুযোগ আছে, চেষ্টা করলে কিছু করতে পারব, সেই তাড়না থেকেই এটা করা। ভবিষ্যতে কী টার্গেট আসবে, এটা আমার জন্য বলা কঠিন।
এই ক্রীড়া তারকা আরও যোগ করেন, কতদূর যাব, এটা সময়ই বলে দেবে, যদি সুযোগটা পাই। তিন বছর, পাঁচ বছর পর গেলে আমার একটা ধারণা আসবে। এখন খুবই নতুন, এগুলো নিয়ে আসলে ভবিষ্যতেই চিন্তা করা যাবে।
কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২৭