মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী বাজারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মাজেদুল হক শাহ্ এর অফিস ভাংচুর করে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউপির আমবাড়ি বাজারের মেহেরাফছুন সুমি, স্বামী- মোঃ মাজেদুল হক শাহ্ এর আমবাড়ি পুলিশ ফাড়িতে গত ২০/১২/২০২৩ ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরাফছুন সুমি এর স্বামী মোঃ মাজেদুল হক শাহ্ ৭নং মোস্তফাপুর ইউপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আমবাড়ি বাজারে বরফ কল মিনি পিক আপ ট্রাক্টর এর ব্যবসা রয়েছে। সেই ব্যবসা পরিচালনা করেন মাজেদুল হক শাহ্ এর স্ত্রী মোছাঃ মেহেরাফছুন সুমি।
পাশাপাশি তার স্বামী ব্যবসা পরিচালনায় তার স্ত্রীকে সহযোগিতা করেন। ব্যবসা পরিচালনার সুবিধার্থে উভয়ের আলাদা আলাদা অফিস রয়েছে। গত ১৯/১২/২০২৩ ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় পূর্ব শত্রুতার জের ধরে মতিয়ার রহমান মতিন (৪০), মশিয়ার রহমান (৩৮) উভয়ের পিতা- ছামছুদ্দিন মন্ডল, সাং- কুতুবপুর চেয়ারম্যান পাড়া গংরা দলবদ্ধ হয়ে আমবাড়ি গরু মহিষের হাটে অবস্থিত দলীয় অফিস ভাংচুর করেন।
এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। উল্লেখ্য ব্যক্তিরা মোছাঃ মেহেরাফছুন সুমি এর স্বামী মোঃ মাজেদুল হক শাহ্ কে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যান। এই ঘটনায় তার স্ত্রী মোছাঃ মেহেরাফছুন সুমি ৫ জনকে অভিযুক্ত করে আমবাড়ি পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যাহার নং-৪০৬, তারিখ-২০/১২/২০২৩ ইং। এই ঘটনায় মাজেদুল হক শাহ্ এর স্ত্রী মোছাঃ মেহেরাফছুন সুমি জানান, আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় অফিস করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি।
উল্লেখ্য ব্যক্তিরা পূর্বের পরিকল্পিত আক্রোশের বশিভূত হয়ে অফিসে ঢুকে দলীয় ব্যানার সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন। আমরা এর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছি। মাজেদুল হক শাহ্ জানান, আমার প্রতিপক্ষরা আমার ভাল কাজ সইতে না পেরে আমার প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দেন। আমি এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অপরাধীদের বিচার চাই। এই বিষয়ে আমবাড়ি পুলিশ ফাড়ি তদন্ত কেন্দ্রের এসআই নুর আলমের সাথে কথা বললে তিনি জানান ঘটনা ঘটেছে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮