ডেস্ক নিউজ : ঘটনা গত ১১ ডিসেম্বরের। হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে ম্যাচের আগে পিচে বোলিং রানআপ নিয়ে গা গরমের চেষ্টা করেন কারান। কিন্তু ম্যাচের ঠিক আগে পিচে ওঠার ক্ষেত্রে চতুর্থ আম্পায়ার কারানকে বাধা দেন। ইংলিশ ক্রিকেটার কথা না শুনে বোলিং ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকেই দৌড়াতে শুরু করেন। আম্পায়ার ধাক্কা এড়াতে সরে দাঁড়ান ক্রিজ থেকে।
তখন আম্পায়ারের সঙ্গে ‘দুর্ব্যবহার’ও করেন ইংলিশ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুসারে এটা লেভেল-থ্রি অপরাধ হিসেবে বিবেচিত। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলেছে, ‘কারানকে থামাতে আম্পায়ার স্টাম্পের পাশে অবস্থান নেন। ফুটেজে দেখা যায়, কারান আম্পায়ারকে পিচ থেকে সরে যাওয়ার ইঙ্গিত করছেন। এরপর ক্রিজে দাঁড়িয়ে থাকা আম্পায়ারের দিকে সোজা গতিতে দৌড়াতে থাকেন তিনি।’
সিডনি সিক্সার্সের সামনে কারানের শাস্তি কনোর জন্য আবেদনের সুযোগ রয়েছে। তারা শাস্তি কমানোর জন্য আবেদন করবে বলেও জানানো হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। সিক্সার্স বলেছে, ‘আমরা বিশ্বাস করি, টম ইচ্ছাকৃতভাবে ম্যাচ কর্মকর্তাকে ভয় দেখায়নি। আইনি পরামর্শে আমরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। সে পর্যন্ত কারানের প্রতি আমাদের সমর্থন আছে।’
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫