বিনোদন ডেস্ক : অভিনয়জীবনের পা দেওয়ার পর পর পর তিন সিনেমা পোড়ামন ২, দহন ও নূরজাহান দিয়ে লাইমলাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন পূজা। এ বছরও তার একটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির অপেক্ষায়।
শাকিব খান তো আর নতুন নন? এ বিষয়ে পূজা চেরি বলেন, নতুন না হলেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। রীতিমতো একের পর এক চমক দিচ্ছেন। এমন একটা হাইপ তিনি তৈরি করেছেন, এই ধাক্কায় আরও ১০–২০ বছর এভাবেই থাকবেন মনে হয়। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামও ভালো করছে। এর বাইরে আদর আজাদ, শরিফুল রাজ খুব ভালো কাজ করছেন। এখনকার অন্য নায়কেরাও কমবেশি ভালো করছেন।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০