এম এ রহিম চৌগাছা (যশোর) : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীয়ত প্রার্থীর নৌকা প্রতিকের সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা এলাকায় অভিযান চালায়। এসময় নৌকা প্রতিকের সমর্থক মফিজুর রহমানের কাছ থেকে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।
মফিজুর রহমান চৌগাছা পৌর শহরের ডাকবাংলো পাড়ার মৃত মমিন ব্যাপারির ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ওই প্রার্থী পক্ষে ট্রাকে ব্যানার সেট করে প্রচার করা হচ্ছিল এবং ব্যানারের মাপ সঠিক ছিলনা। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৭ ধারা লঙ্ঘন হওয়ায় ১৮ ধারায় প্রচারণা কাজে নিয়জিত সমর্থক মফিজুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অর্থদন্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ব্যানারটি অপসারণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪