তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে পাঁচজন প্রার্থীর প্রতিক দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ। সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের মিলনায়তনে পাঁচজন প্রার্থীর প্রতিক বরাদ্দ দেয়া হয়।
এ আসনে যাদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে তার মধ্যে, মোশতাক আহমেদ রুহী (আ‘ লীগ মনোনীত – নৌকা), গোলাম রব্বানী (জাতীয় পার্টি মনোনীত – লাঙল), জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র – ট্রাক), আফতাব উদ্দিন (স্বতন্ত্র – ঈগল), আহম্মদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট – ছড়ি)।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫