তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোন হ্যাকিং হলো এমন প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ফোনের সব সংরক্ষিত তথ্যসহ ফোনের সব ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যাবে অন্য একজনের কাছে। মোবাইল হ্যাক হলে আপনি বুঝার আগেই আপনার মোবাইলের ফোনের ক্যামেরা সিস্টেম চালু হয়ে তার ভিডিও চলে যাবে অন্য আরেকজনের কাছে। সাধারণত ফোনের ডেটা সিস্টেমের মাধ্যমে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। আপনি ফোনে কিছু না করলেও যদি হঠাৎ আপনার ফোনে মাত্রাতিরিক্ত হারে ডেটা ব্যবহৃত বেশি হয় তাহলে বুঝবেন ফোন হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে।
আজকের বিশ্বে ফোন হ্যাকিং ক্রমাগত নিরাপত্তা সমস্যা হিসেবে বৃদ্ধি পাচ্ছে। যদি আপনার মোবাইলে অটোমেটিক নম্বর ডায়েল হয়, অটোমেটিক অ্যাপস চালু হয়ে যায়, অল্প সময়েই মোবাইল গরম হয়ে গেলে, অপারেশন স্পিড কমে, খুব তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে কিংবা আপনার ব্যবহার করা অ্যাপসগুলো চালাতে চালাতে হঠাৎ বন্ধ হয়ে গেলে বুঝবেন আপনার মোবাইলটি হ্যাক হয়েছে।
একটি লাইভ কথোপকথন বা কারো ভয়েসমেল হ্যাক করা থেকে শুরু করে একজনের স্মার্টফোনে সঞ্চিত ডেটা হ্যাক করা পর্যন্ত অনেক ধরনের ফোন হ্যাকিং পদ্ধতি রয়েছে। কিন্তু আপনি কি জানেন? আপনার লাইভ কথোপকথন বা ভয়েসমেলে হ্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই ব্যক্তি হবেন যাকে আপনি ইতিমধ্যেই চেনেন। যেহেতু আমরা আমাদের মোবাইল ডিভাইসে ক্রমবর্ধমান সংবেদনশীল ডেটা সেভ করি তাই গোপনীয়তার দুর্বলতাগুলোকে কাজে লাগানোর সুযোগটি অসাধু বন্ধু, বহিরাগত বা অপরিচিত ব্যক্তিরা প্রায়ই খোঁজে।
ফোন হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি বেশ কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন আপনার ফোনকে কখনই অযত্নে রাখবেন না। সব সময় আপনার মোবাইলটি আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন। আপনার ফোনের ডিফল্ট পাসকোড পরিবর্তন করুন। অচেনা ওয়েব সাইটে স্ক্রল করবেন না, যে কোনো অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনার ব্লুটুথ নিরাপত্তা পরিচালনা করুন। অরক্ষিত ব্লুটুথ নেটওয়ার্ক ব্যবহার করা এড়িয়ে চলুন। আপনার পিন এবং ক্রেডিট কার্ড ডেটা সুরক্ষিত করুন। পিন নম্বর এবং ক্রেডিট কার্ড সংরক্ষণ করতে একটি সুরক্ষিত অ্যাপ ব্যবহার করুন।
এছাড়া অনিরাপদ পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। হ্যাকাররা প্রায়শই পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ অবস্থানগুলোকে লক্ষ্য করে। আপনার ফোনের স্বয়ংসম্পূর্ণ অপশনটিও বন্ধ করুন মোবাইল হ্যাক থেকে বাঁচতে। এটি করার মাধ্যমে আপনি হ্যাকারকে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা থেকে আটকাতে পারেন বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৩০