স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে সিডনিতে খেলে লাল বলেনর ক্রিকেট থেকে অবসর যাওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।
জনসনের সেই সমালোচনার জবাব দিতে গিয়ে তার সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি। তবে জনসনের সেই সমালোচনার জবাব সেঞ্চুরি দিয়েই দিলেন ডেভিড ওয়ার্নার।
পাকিস্তানের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। ২১১ বলে ১৬টি চার আর ৪টি ছক্কায় ১৬৪ রানের ইনিংস খেলে ওয়ার্নার বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি।
ওয়ার্নার টেস্টে প্রায় এক বছর পর সেঞ্চুরির দেখাক পেলেন। গত বছরের ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এরপর ১৬ ইনিংসে মাত্র দুটি অর্ধশতক হাঁকাতে পেরেছিলেন।
গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ২০১৯-২০ মৌসুমের পর থেকে টেস্টে ওয়ার্নারের গড় মাত্র ২৮। এক বছর পাননি কোনো সেঞ্চুরি। পাশাপাশি সাবেক সতীর্থ মিচেল জনসনের সমালোচনা। এমন চাপের মধ্যে বৃহস্পতিবার পার্থে পাকিস্তানি পেসারদের ওপর কর্তৃত্ব দেখিয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।
এদিন ১৬৪ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। টেস্ট অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ ১৩ হাজার ৩৭৮ রান করে শীর্ষে রিকি পন্টিং। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৭৪ রান করেন অ্যালান বোর্ডার। ১০ হাজার ৯২৭ রান করেন স্টিভ ওয়াহ। ৯৩৫১ রান করেন জাতীয় দলে বর্তমান তারকা স্টিভ স্মিথ। ৮৬৫১ রান করে পঞ্চম পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার। ৮৬৪৩ রান করে ষষ্ঠ পজিশনে মাইকেল ক্লার্ক।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০