শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু সংক্ষিপ্ত সফরে কানাডা ভ্রমন ও সিনিয়র সদস্য লায়েক আহমদ স্ব-পরিবারে লন্ডন গমন উপলক্ষে ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ কালাপাথর মাঠে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনার পূর্বে প্রতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিপলু ও লায়েক এই কালাপাথর মাঠে খেলাধুলা করে আজ তারা সিলেটের ক্রীড়াঙ্গনে সুনামধন্য ফুলবল খেলোয়ার হিসেবে সুনাম অর্জন করেছেন। তারা সুরমা বয়েজ ক্লাবে সদস্য হয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
প্রবাসে গিয়েও তারা যেন দেশের জন্য কাজ করবেন বলে আমরা মনে করি। তাদের প্রবাস জীবন সুন্দর হউক এই কামনা করি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য অর্নব বাহাদুর, তুষার বাহাদুর, সাকিব আহমদ, বভি দাস, আব্দুর রহমান দিপু প্রমুখ।
কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০৫