ডেস্ক নিউজ : সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।এ সময় তিনি ইউএনও-ওসিদের বদলির আদেশ নিয়ে মো. আলমগীর বলেন, সব অফিসাররা চৌকস। এসময়ে বদলি কোনও সমস্যা হবে না। এসময় আরও যত দ্রুত এই কার্যক্রম করা সম্ভব তা করা হবে, যাতে তাদের কষ্ট না হয়।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:১৮