তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১০ হাজার ৯৮৯ দশমিক ৪২ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৮ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের একই সময়ে নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ১০ হাজার ১১৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। তবে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ১১ হাজার ২৩২ দশমিক ০২ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার চেয়ে নিটওয়্যার রফতানি কম হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
এছাড়া তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৭ হাজার ৮৪৬ দশমিক ২৩ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রফতানির পরিমাণ ছিল ৮ হাজার ২১৭ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।
তবে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ওভেন পোশাক রফতানি কম হয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশ। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯ হাজার ৪১৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। এদিকে সদ্যবিদায়ী নভেম্বর মাসে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে টানা দুই মাস কমলো দেশের মোট রফতানি আয়।
এ সময় রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৪ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৫ হাজার ৯২ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। আর গত অক্টোবরে রফতানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। নভেম্বর মাসে পূরণ হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রাও। এ মাসে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্যমাত্রা থেকে ৮ দশমিক ৯৪ শতাংশ কম রফতানি আয় হয়েছে।