ডেস্ক নিউজ : দেশ সকল ক্ষেত্রে এগিয়েছে উল্লেখ করে এসময় কামরুল ইসলাম বলেন, এ উন্নয়ন বিএনপি জামায়াতের সহ্য হচ্ছে না। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। তারা নির্বাচনে আসবে না কারণ তারা জনগণকে ভয় পায়। তারা অতীতের মতো জ্বালাও-পোড়াও করছে, সাধারণ মানুষকে মারছে এবং আগুন সন্ত্রাস করছে।
তিনি আরও বলেন, তারা একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এদের ব্যাপারে সাবধান হতে হবে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। এসময় উপস্থিত নেতাকর্মীদের নির্বাচন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় স্থানীয় সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাজাহানের দলের তার ভূমিকার কথা স্মরণ করেন কামরুল ইসলাম।
কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২