স্পোর্টস ডেস্ক : গোল ডটকম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে যে তিনজন বাদী হয়ে মামলা করেছেন তারা হলেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা তিনজনই বিনান্সে বিনিয়োগ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। তাদের বিনিয়োগের পেছনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বিনান্সের পক্ষে রোনালদোর প্রচারণা। মামলা করা তিন বাদী এখন তাদের ক্ষতিপূরণও চেয়েছেন।
২০২২ সালের মাঝামাঝি সময়ে রোনালদো তার নিজস্ব নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তির (এনএফটি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৪