তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকােনা)প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭ নেত্রকােনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে জাতীয় পার্টি থেকে মনােনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী।সোমবার সন্ধ্যায় গোলাম রব্বানী এর নাম ঘোষনার পরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বেশ কিছু স্থানে আনন্দ মিছিল করতে দেখা গেছে।
গোলাম রব্বানী ১৯৮৫ সালে কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি পুনরায় কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এ আসনে জাতীয় পার্টি থেকে গোলাম রব্বানী ছাড়াও মনানয়ন পত্র সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন খান শান্ত।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/সকাল ১০:১১