আর কে আকাশ পাবনা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মাহমুদুন্নাহার মিলি। মনোনয়ন পেয়ে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার দিনব্যাপী বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাবর রোডস্থ কার্যালয় থেকে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে দলীয় মনোনয়ন পত্র দেয়া হয়। এসময় মাহমুদুন্নাহার মিলি বলেন, নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে যদি আমি বিজয়ী হতে পারি তবে সাঁথিয়া-বেড়াকে একটি আদর্শ ও মডেল এলাকাতে পরিণত করব। নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। মাহমুদুন্নাহার মিলি কর্মজীবনে তিনি পাবনা বিএড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী হিসেবে তিনি সাঁথিয়া-বেড়া উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৩