বিনোদন ডেস্ক : বলিউডে পর্দার সফলতম জুটির মধ্যে অন্যতম আমির খান এবং জুহি চাওলা। একসঙ্গে একাধিক হিট আছে তাদের ঝুলিতে। কিন্তু তারপরেও আমিরের সঙ্গে সাত বছর কথা বলেননি জুহি! ‘তুম মেরে হো’ ছবির শুটিং সেটে জুহির সঙ্গে খুনসুটি করে তার হাতে একটি সাপ ধরিয়ে দেন আমির।
তার পর ধীরে ধীরে এগিয়ে আসেন অভিনেত্রীর দিকে। জুহি ভাবেন, আমির বোধহয় কোনো কাণ্ড ঘটাতে চলেছেন। ভয় পেয়ে পালাতে শুরু করেন তিনি। আমির নিছক মজা করতেই এই কাজ করেছিলেন। কিন্তু জুহি খুবই রেগে যান। এর পর সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি তিনি। এরপর ভুল বোঝাবুঝি মিটে যায় তাদের। এখনও তাদের বন্ধুত্ব অমলিন।
‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ইশক’-এর মতো হিট ছবি করেছেন আমির-জুহি। তাদের রসায়ন আজও চর্চিত।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮