ডেস্কনিউজঃ মিয়ানমারের রাখাইনে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সীমান্ত ফাঁড়িতে হামলা চালিয়েছে প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় রাথেডাউং টাউনশিপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেছেন, রাথেডাউং ও মিনবিয়া এলাকায় দু’টি ফাঁড়ির দখল নিয়েছে তাদের যোদ্ধারা। আরও কয়েক জাগায় লড়াই চলছে। সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। আতঙ্কে গ্রামের লোকেরা পালিয়ে গেছে।
এরইমধ্যে ওই অঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিবেশি দেশ ভারতের মিজোরামে প্রবেশ করেছেন নিরাপদ আশ্রয়ের আশায়। ভারত সীমান্তবর্তী চিন রাজ্যেও সংঘাত শুরু হয়েছে। এখানে বিদ্রোহীরা দু’টি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে।
এর আগে শনিবার সেনাবাহিনী ও কারেন ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
গত বছর সেনাবাহিনীর সঙ্গে অলিখিত সমঝোতার পর সোমবারের হামলাটি আরাকান আর্মির প্রথম অভিযান। রাখাইন জাতির সদস্যদের নিয়ে গঠিত হয়েছে এই গোষ্ঠীটি।
কিউএনবি/বিপুল/১৪.১১.২০২৩/ দুপুর ১.২৯