ডেস্ক নিউজ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের মোবাইল ফোনটি তিন মাস আগে হারিয়ে যায়। পরে থানায় জিডি করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ফোনটি কুমিল্লা থেকে উদ্ধার করে তার কাছে বুঝিয়ে দেয়।
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য বলেন, বিভিন্ন সময়ে করা জিডির সূত্র ধরে ৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। সাতটির মধ্যে হরিরামপুর থানা এলাকা থেকে একটি, নারায়ণগঞ্জ থেকে তিনটি, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার ধামরাই থেকে একটি করে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন- মো. জহির উদ্দিন, মো. আল আমিন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, রেণু রানী রায়, লাল খান এবং মো. জাহিদ।
উপজেলার ঝিটকা শিকদারপাড়া গ্রামের মো. জহির উদ্দিন বলেন, এক মাস আগে ঝিটকা বাজার থেকে মোবাইল ফোনটি হারিয়ে গেলে এর পরপরই থানায় জিডি করি। মোবাইল ফোনটি ফিরে পেলাম। হারিয়ে গেলে মোবাইল পাওয়া যায়, এটা জানতাম না। হরিরামপুর থানা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের আব্দুস সালাম জানান, তিন মাস আগে মোবাইল হারিয়ে যায়। পরে থানায় জিডি করি। সোমবার মোবাইল বুঝে পেলাম। ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু পুলিশের সহযোগিতায় ফোনটি ফিরে পেলাম। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২০