স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্রবার ট্রাক মালিক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাবুল করিম বাবলুকে সভাপতি, রফিকুল ইসলামকে সম্পাদক এবং তাজ্জানুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের কমিটির গঠন করা হয়।শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাবুল করিম বাবলু।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তি, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ,মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, পিয়ার আলী, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, আল আমিন হোসেন মিন্টু প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বাবুল করিম বাবলুকে সভাপতি, রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক, মোশাররফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও তাজ্জানুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্যের মনিরামপুর ট্রাক মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/রাত ৯:০৯