স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে। তবে ওই বছরে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও ম্যাচ গড়াবে। তাতে ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া অথবা ওশেনিয়া মহাদেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এরপরে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে সৌদি আরব ও অস্ট্রেলিয়া। তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) শেষ মুহূর্তে এসে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজকের তালিকা থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। তাতে আয়োজকের তালিকায় এখন কেবল সৌদি আরব রয়েছে। যেহেতু তাদের আর কোনো প্রতিযোগি থাকছে না, সেহেতু সৌদির বিশ্বকাপ আয়োজক হতে আর কোনো বাধা রইলো না।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৮