মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানা পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে শনিবার রাতে বিএনপি ও জামায়াতের ৪১ জন নেতা কর্মিকে আটক করেছে পুলিশ। আটক নেতা কর্মিদের নামে শার্শা ও বেনাপোল থানায় নাশকতা মামলায় হয়েছে। আটক আসামীদের রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। আটককৃতদে মধ্যে শার্শা থানায় ১১ জন ও বেনাপোল পোর্ট থানায় ৩০ জন।শার্শা ও বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, শনিরাতে বেনাপোল ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জন বিএনপি ও জামায়াত নেতা কর্মিকে আটক করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভুইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ৪১ জন বিএনপি ও জামায়াতের নেতা কর্মিকে আটক করা হয়েছে। তারা বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৯