স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান ক্রিকেট দল। এর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯১ রানে অলআউট হয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যান বাবর আজমরা।
গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে মানসিকভাবে চাপে রয়েছে পাকিস্তান। ঘরে-বাইরে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে সমালোচনা হচ্ছে।
আজ সোমবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে হারলে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে বাবর আজমদের। তাই নিজ দলের ক্রিকেটারদের সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
তিনি বলেন, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল। ওরা কী করতে পারে সেটি ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। তাই যদি ওদের হাতে লজ্জিত না হতে হয় তার জন্য বাবরদের সেরা খেলাটা খেলতে হবে। আগে থেকেই জিতে যাব ভাবলে হবে না।’
শোয়েব বলেন, ‘আফগানিস্তানের তিন স্পিনার চেন্নাইয়ের উইকেট থেকে অনেক সাহায্য পাবে। তাই বাবরদের সাবধানে খেলতে হবে। বল অনুযায়ী শট মারতে হবে। না হলে সমস্যা হবে।’
তিনি আরও বলেন, ‘টস জিতলে কেন সব সময় বল করতে হবে? আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতলে পাকিস্তানের উচিত প্রথমে ব্যাট করা। বড় রান করতে পারলে আফগানিস্তানকে চাপে ফেলা যাবে। পাকিস্তানের শক্তি বোলিং। তাই বোলারদের ওপর ভরসা রাখতে হবে যে ওরা দলকে জেতাতে পারবে।’
কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/দুপুর ১:৫৭