মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় তারাগুনিয়া ডাক বাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডি এম সাইফুল ইসলাম (শেলী), প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল,দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও দৌলতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউল ইসলাম (মহি),আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু, খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমত হোসেন,মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, রিফায়েতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী সংসদ নির্বাচনে সকলকে একত্রিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে দলকে শক্তিশালী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথা তুলে ধরেন।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৪