স্পোর্টস ডেস্ক : সার্জিও রামোস নামটি মনে করলে চোখের সামনে ভাসবে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে দৌড়াচ্ছেন তিনি। ১৬ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৬৭১ ম্যাচ খেলেছেন। ২০২১-২২ মৌসুমে রিয়াল ছাড়লেও ক্লাবটির প্রতীকী খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। সেই রামোসই আজ খেলবেন রিয়ালের বিপক্ষে। সেভিয়ার জার্সিতে। আজ রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া।
এই মৌসুমে সেভিয়ার হয়ে চার ম্যাচ খেলেছেন রামোস। স্প্যানিশ এই ডিফেন্ডারের পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সেভিয়াতেই। এক মৌসুম খেলার পর ২০০৫-০৬ এ যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। পরে পিএসজি হয়ে ৩৭ বছরের রামোস এই মৌসুমেই ফিরেছেন সেভিয়ায়। ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে ঝরল রামোসকে নিয়ে প্রশংসা।
২০১৪ তে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল জিতেছিল ৪-১ গোলে। তবে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ছিল ১-১ সমতায়। পিছিয়ে ছিল রিয়াল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল শোধ করেছিলেন রামোস।
আনচেলত্তি সেই কথা মনে করে বলেন, ‘আমি তাকে (মাঠে) দেখতে পছন্দ করব। তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। আজ আমি এখানে (রিয়ালে) আছি এর অন্যতম কারণ সার্জিও রামোস। যদি সে ফাইনালে গোল না করতো আমিও হয়তো এখানে থাকতাম না। এর জন্য, আরও যা করেছে এই ক্লাবের জন্য সবাই তাকে পছন্দ করে।’
অনেক খেলোয়াড়কেই দেখা যায় সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে উদযাপন করেন না। আবার অনেকে উদযাপন করেন। রামোস গোল করলে উদযাপন করবেন কিনা এ নিয়ে ভাবছেন না আনচেলত্তি। ‘আমি নিশ্চিত তার জন্য এটি দারুণ এক ম্যাচ হবে। যদি গোল করেন, আশা করছি করবে না, করলে যা ইচ্ছে (উদযাপন) করতে পারে।’
রিয়ালের হয়ে পাঁচটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়নস লিগসহ আরও বহু শিরোপা জিতেছেন রামোস। চলতি মৌসুমে লিগে রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে আর সেভিয়া ১৪ নম্বরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫