ডেস্ক নিউজ : মাছ শিকারি বালিয়াতলী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে পায়রা নদীতে একটি বড়শি ফেলি। পরে সন্ধ্যায় বড়শিতে ওই মাছটি ধরা পড়ে। এরপর মাছটি তুলতে গিয়ে রাত হয়ে যায়। তোলার পর দেখি ১৭ কেজি ওজনের একটি পাঙাশ বড়শিতে ধরা পড়েছে।
পরে রাতে মাছটি আমতলী বাজারে ২২ হাজার টাকায় বিক্রি করে ফেলি। এ বিষয়ে আমতলী পাইকারি মাছের আড়ৎদার মো. ফোরকান চৌকিদার জানান, নদীতে ধরা মাছের মধ্যে এই বছরের সব থেকে বড় মাছ এটি। মাছটি দেখার জন্য অনেক মানুষ সেখানে ভিড় করেন।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০