সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বিটরুট কাঁচা না রান্না কোনটি বেশি উপকারী? রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্চল্যকর তথ্য ২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইসরাইল তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন দুর্গাপুরে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে সাবিরা সুলতানা মুন্নির মনোনয়নপত্র সংগ্রহ ভূমধ্যসাগরের তলদেশে ১৬ শতকের ফরাসি বাণিজ্য জাহাজের সন্ধান কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

দেবীর বোধন পূজার মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হলো দুর্গাপূজা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : দেবীর বোধন পূজার মধ্য দিয়ে, মন্ডপে মন্ডপে ঢাক, ঢোল,কাঁসার ঘন্টা, উলুধ্বনি আর পুরোহিতের চণ্ডীপাঠে লালমনিরহাটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠ তিথিতে  মন্দিরের মন্ডপে মন্ডপে বিল্ব বৃক্ষ বা বেল গাছের পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দিনপঞ্জিকা অনুসারে এ বছর দুর্গাদেবী মর্ত্যে আসছে ঘোটকে চড়ে। 

মন্দির গুলোকে সাজানো হয়েছে নানা রংবেরঙে আর বর্ণিল আলোকসজ্জায়। দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার  বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  শেষ হবে ৫দিন ব্যাপি এ উৎসবের। এ দিন দুর্গাদেবী ভক্তদের কাঁদিয়ে ঘোটকে চড়ে মর্ত্যলোক ছেড়ে চলে যাবেন কৈলাসে।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন। আর পূজারিরা, পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবার সার্বজনীন এই মহোৎসব অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে লালমনিরহাটে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।

লালমনিরহাট পূজা উদযাপন পরিষদ কমিটি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সর্ব বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে লালমনিরহাট জেলার ৫ উপজেলা ও দুই পৌরসভায়  এবারে মোট ৪শত ৬৩টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট সদর উপজেলা ও পৌরসভায় মোট ১শত ৬০টি, আদিতমারী উপজেলায় মোট ১শত ১৪টি,  কালীগঞ্জ উপজেলায় ৮৯টি,  হাতীবান্ধা উপজেলায় ৭১টি ও পাটগ্রাম পৌরসভা এবং উপজেলায় মোট ২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এবারে জেলার ৪৬৩ মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব। পূজাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুদ্ধকর করে সজ্জিত করা হয়েছে। লালমনিরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি হিরা লাল রায় বলেন, সরকারি নির্দেশনা মেনে এ বছর লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৬৩টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান,  দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলায় এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশসহ ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে এবার দুর্গা উৎসবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র‍্যাবের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit