বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজ কুন্দ্রার জেল জীবন নির্মিত ‘ইউটি ৬৯’ সিনেমাটির ট্রেলার মুক্তি পায়। আগামী ৩ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এদিকে পর্ণকাণ্ডের পরে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রথমবারের রাজকে মাস্ক ছাড়া দেখা যায়।
জেল জীবন নিয়ে তৈরি সিনেমায় এসে মুখ খুললেন শিল্পার স্বামী। ছবি: সংগৃহীত
শুক্রবার (২০ অক্টোবর) রাজ কুন্দ্রা নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’
তবে পোস্টে শিল্পার নাম লেখেননি রাজ। অন্যদিকে এ নায়িকাও মুখে কুলুপ এঁটেছেন। অনেকেই ধারণা করছেন, তাহলে কি রাজ-শিল্পা ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন! ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। সে সসয় ৬৩ দিন কারাগারে থাকতে হয় রাজকে।
আর সে সময়ের জীবন নিয়ে বড় পর্দায় নিজেকে হাজির করার সিদ্ধান্ত শিল্পার স্বামীর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই। সিনেমারটির নাম ‘ইউটি৬৯’। নেটিজেনদের মতে, রাজ সিনেমায় একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। আর সে কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।