স্পোর্টস ডেস্ক : অধিনায়কত্ব অনেকে উপভোগ করেন। আবার কারো কারো কাছে বাড়তি দায়িত্ব, চাপের কাজ। যার প্রভাব পড়ে তার পারফরম্যান্সেও। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ক্ষেত্রে এখন চাপটাই বেশি কাজ করছে বলে মনে করেন শোয়েব মালিক। দলটির সাবেক অধিনায়কের মতে, বাবর অধিনায়কত্ব ছেড়ে দিলে ব্যাটসম্যান হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
আহমেদাবাদে শনিবার ভারতের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে বেশি আগ্রহজাগানিয়া লড়াই এমন একপেশে হবে—এমনটা হয়তো কেউই ভাবেননি। বাবর আজম ফিফটি করেছেন ঠিকই, কিন্তু অসময়ে আউট হয়ে দলকে বিপদে ফেলেছেন। এক মাসের ব্যবধানে এটি ভারতের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় হার। গত মাসে এশিয়া কাপেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপে আবারও হারের পর বাবরের অধিনায়কত্ব এখন প্রশ্নের মুখে।
পাকিস্তানে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল ‘এ স্পোর্টস’–এ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন শোয়েব মালিক। তিনি নিজের বিশ্লেষণে বলেছেন, বাবর অধিনায়ক হিসেবে সৃজনশীল নন, ‘বিশ্বকাপে পাকিস্তান বড় ব্যবধানে ভারতের কাছে হেরেছে বলেই বলছি না; আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বাবর আজমের অধিনায়কত্ব করা উচিত নয়। আমি মনে করি, অধিনায়ক হিসেবে বাবর কখনোই গতানুগতিকের বাইরে গিয়ে ভাবতে পারে না।’
বাবরের প্রতি তার কোনো ব্যক্তিগত ক্ষোভের ব্যাপার নেই বলে নিশ্চিত করেছেন মালিক। তিনি সম্পূর্ণ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই মনে করেন বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, ‘সে গতানুগতিকের বাইরে গিয়ে ভাবতে পারে না, এটা একটা সমস্যা। অধিনায়কত্ব আর ব্যাটিং স্কিল দুটো ভিন্ন জিনিস। বাবর অনেক দিন ধরেই অধিনায়ক হিসেবে আছে। কিন্তু এত দিনে সে নিজেকে ক্ষুরধার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
বাবরকে নিয়ে যথেষ্ট পর্যবেক্ষণ তার আছে বলেই জানিয়েছেন শোয়েব, ‘আমি খুব পরিষ্কার মনেই কথাগুলো বলছি। বাবরের আসলেই অধিনায়কত্ব করা উচিত নয়। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। বাবর যদি অধিনায়কত্ব ছেড়ে শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেয়, তাহলে সে পাকিস্তান দলের জন্য অনেক সাফল্য এনে দিতে পারে। সে একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকেও অন্য উচ্চতায় নিতে পারবে, দলও তা থেকে উপকৃত হবে।’
বাবর অধিনায়কত্ব ছেড়ে দিলে তার জায়গা কে নিতে পারেন, সেটিও জানিয়েছেন শোয়েব মালিক, ‘আমার মনে হয় শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক হতে পারে। পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করেছে সে। খুবই আক্রমণাত্মক অধিনায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে।’
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৮