স্পোর্টস ডেস্ক : এক ম্যাচে রান পাচ্ছেন তো আরেক ম্যাচে ব্যর্থ। ধারাবাহিক পারফর্ম অনেকদিন ধরেই করতে পারছেন না লিটন দাস। ছন্দের খোঁজে থাকা বাংলাদেশের ওপেনার হারালেন মেজাজ। পুনের হোটেলে সাংবাদিকদের দেখে ক্ষেপে গেলেন তিনি!
অথচ তার আগেই কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করে যান তাসকিন আহমেদ। কিন্তু তার আরেক সতীর্থ লিটন দেখালেন পুরোপুরি ভিন্ন প্রতিক্রিয়া।
সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠা লিটন সঙ্গে সঙ্গে পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া ডানহাতি ব্যাটসম্যানকে তখন বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’
এরপরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’
পরে তাদের একজন বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’
আগামী ১৯ অক্টোবর পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কেবল একটি জিতেছে সাকিব আল হাসানের দল।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮