স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা। তাতে সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। টানা দুই হারের পর সাকিবদের পরের প্রতিপক্ষ আসরের অন্যতম শক্তিশালী ভারত। তারওপর স্বাগতিক হওয়ায় পিচ, কন্ডিশন, দর্শক সবই থাকবে তাদের পক্ষে। কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের কোনো চাপ দেখছেন না খালেদ মাহমুদ সুজন। উল্টো রোহিত-কোহলিরাই চাপে থাকবে বলে জানিয়েছেন তিনি।
সুজন বলেন, ‘আমার মনে হয় আমাদের চেয়ে ভারতের উপরই বেশি চাপ থাকবে। আমরা গোছানোর সময় পাব। গত ৭ দিনে ৩ ম্যাচ খেলেছি। পরের ২৯ দিনে খেলব ৬ ম্যাচ। পরের ম্যাচ ৬ দিন পর। নতুন করে চিন্তাভাবনা করার সময় পাব। আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের সাহস নিয়ে খেলতে হবে। আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আগ্রাসী ক্রিকেটের এটিটিউড না থাকলে এই লেভেলে খেলা কঠিন।’
আফগানিস্তানের বিপক্ষে সহজ লক্ষ্য হওয়ায় পরীক্ষা দিতে হয়নি বাংলাদেশের ব্যাটারদের। তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। সুজনও মনে করেন, লড়াইয়ে ফিরতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের। পাশাপাশি বোলারদেরও রাখতে হবে তাদের ভূমিকা। সুজন বলেন, ‘বাংলাদেশ এর আগে সবাইকে হারিয়েছে, হোক দেশের মাটিতে। নিউজিল্যান্ডকে ওদের মাঠে টেস্ট হারিয়েছি। আমরা পারি না তা না। পারফরম্যান্সের সমন্বয় হচ্ছে না, যেটা আমাদের দরকার। ব্যাটিংয়ে জ্বলে ওঠা দরকার, সঙ্গে বোলিং। বলব না বোলাররা খারাপ করছে। তবে লক্ষ্য কম হলে এপ্রোচ বদলে যায়, তখন ওরাও ভুল করে। এখন উইক জোন বললে ব্যাটিং।’
বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত বাংলাদেশের বড় সমস্যাটা টপ অর্ডারে। তানজিদ তামিম তো রানই পাচ্ছেন না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাকি দুই ম্যাচে ব্যর্থ লিটন দাস। শেষ দুই ম্যাচে রান নেই নাজমুল হোসেন শান্তর ব্যাটেও। তবে লিটন-শান্তদের সামর্থ্যে আস্থা আছে সুজনের। পরের ম্যাচগুলোতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস তার। সুজন বলেন, ‘আমরা ব্যর্থ হয়েছি। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনও আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।’পুনেতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপ মিশনে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫