বিনোদন ডেস্ক : জন্মদিন উপলক্ষে এই মহাতারকাকে আগাম শুভেচ্ছা বার্তা দিয়েছেন কয়েকজন তারকা। যেটা দেখা গেছে তারই সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের নতুন পর্বের প্রমোতে। মেগাস্টার চিরঞ্জীবী, গুণী অভিনেত্রী বিদ্যা বালান ও বলিউডের তরুণ তুর্কি ভিকি কৌশলদের শুভেচ্ছা পেয়ে অনুষ্ঠানের মধ্যেই আবেগাপ্লুত হয়ে পড়েন বিগ বি। টিস্যুতে মুছে নেন চোখের কোণের রোদন।
গতকাল মঙ্গলবার মানে জন্মদিনের আগের রাতেই তার বাসভবন জলসার সামনে ছিল উপচে পড়া ভিড়। বেরিয়ে এসে অনুরাগীদের হাত জোড় করে ধন্যবাদ জানিয়েছেন বিগ বি। এমনিতেই প্রতি রোববার অমিতাভ-দর্শনের জন্য সেখানে হাজির হন অভিনেতার হাজার-হাজার অনুরাগীরা। তবে মঙ্গলবার রাতে তারা পৌঁছে গেলেন কেক-মিষ্টি হাতে, বলিউডের এই মেগাস্টারের জন্মদিন পালনে।

তিনি অনুরাগীদের দেখা দিতে খালি পায়ে জলসার বাইরে আসেন। গত রোববারও জলসার বাইরে তাকে খালি পায়েই দেখা যায়। এর কারণ হিসেবে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেকের মনেই জিজ্ঞাসা, খালি পায়ে কেন ভক্তদের সঙ্গে দেখা করতে যাই। তাদের উদ্দেশে বলি, আমি যাই, কারণ আপনি খালি পায়েই মন্দিরে যান। রোববার বাড়ির বাইরে জড় হওয়া শুভাকাঙ্ক্ষীরাই আমার মন্দির।’ সেই ১৯৮২ সাল থেকে জলসার বাইরে এসে একইভাবে তিনি দেখা করেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতা বা বড় কোনও দুর্ঘটনা না ঘটলে, যা বাদ পড়ে না কোনওদিনই।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৩