আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন,গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীদের শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব। ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে আতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪