তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জেলা প্রশাসনের সহায়তায় ১০০ জন দুঃস্থ মহিলাদের মাঝে শুকনো খাবার বিতরন করেছে দুর্গাপুর দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি। রোববার দুপুরে পৌর শহরের মিঠাপুকুরপাড় এলাকায় সমিতি কার্যালয়ে এ-সব খাবার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি বাণী তালুকদার, সাধারণ সম্পাদক জবা সরকার প্রমুখ।
জেলা প্রশাসনের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০ গ্রাম হলুদের গুড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুড়া রয়েছে।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫২