জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছেখাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন। মাটিরাঙ্গা সেনা জোন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গুইমারার বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় শাড়ী নিয়ে আসা গুইমারায় প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে গেলে বাইল্যাছড়ি স্কুল পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ৪৩ হাজার টাকা।
মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পন্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। জব্দকৃত শাড়িগুলো সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫