বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : গ্যালারি পরিপূর্ণ। মাঠের খালি অংশেও জায়াগা নেই। ইদানিং এত দর্শক স্টেডিয়ামটিতে আর কোনো খেলায় হয়নি। বিদেশি দেশের নামকড়াসহ বিদেশি খেলোযাড় আসার খবরে দর্শকের উপচেপড়া ভীড়।ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেই ফাইনাল খেলায় কষ্টার্জিত জয় পেয়েছে স্বাগতিক পৌরসভা। ৯০ ভাগের বেশি নিজেদের দর্শকের সামনে ট্রাইব্রেকারে তারা ৪-২ গোলের ব্যবধানে কসবা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে খেলার নির্ধারিত সময় গোলশূণ্য ছিলো। বুধবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার কাউতলীর নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। জেলার নয়টি উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ ১০টি দল টুর্নামেন্টে অংশ নেয়। টুর্ণামেন্টে খেলােয়াড় বাছাই উন্মুক্ত হওয়ায় প্রত্যেক দল দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধণ্য ক্লাবের তারকা ফুটবলারদেরকে দলে অন্তর্ভুক্ত করতে পারেন। এদিকে বুধবার ফাইনাল খেলা উপলক্ষে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতি অনুষ্ঠানের জেলার সরকারি শিশু পরিবার ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। ফাইনাল খেলা উপলক্ষে কড়া রোদ উপেক্ষা করে স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ ছিল। গ্যালারিতে জায়গা না থাকায় দর্শকরা মাঠের চারপাশে অবস্থান নেন। সোয়া চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও কসবা উপজেলার মধ্যে ফাইনাল খেলা শুরু হয়। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার নির্ধারিত ৯০ মিনিট সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে খেলার ফলাফল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারের।সন্ধ্যা ছয়টার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বিজয়ী দল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হাতে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।